ঢাপরকাঠী দুধল কোচনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সকল শুভানুধ্যায়ীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
প্রতিষ্ঠার পর থেকে এ বিদ্যালয় শিক্ষার মানোন্নয়ন, চরিত্র গঠনের শিক্ষা এবং সামাজিক-সাংস্কৃতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। যুগের চাহিদা ও আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ যে নিষ্ঠা, পরিশ্রম ও একাগ্রতায় অগ্রগতি সাধন করছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়।
আমি আশা করি, আমাদের সম্মিলিত প্রচেষ্টা, সুষ্ঠু পরিকল্পনা ও আন্তরিক সহযোগিতায় ঢাপরকাঠী দুধল কোচনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় আগামীতেও সাফল্যের নতুন নতুন দ্বার উন্মোচন করবে এবং আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সকলের কাছে অনুকরণীয় হয়ে উঠবে।
আল্লাহ আমাদের সকলকে এই মহান কাজে সহায়তা করুন।
--- রুমানা আফরোজ
উপজেলা নির্বাহি অফিসার, ও সভাপতি, ঢাপরকাঠী দুধল কোচনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়
প্রিয় শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ী,
ঢাপরকাঠী দুধল কোচনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আমাদের বিদ্যালয় শুধু পাঠদান নয়, বরং নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলা ও মানবিক গুণাবলি গড়ে তোলার এক উজ্জ্বল প্রতিষ্ঠান। যুগের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার গুণগত মানোন্নয়ন, তথ্যপ্রযুক্তি ব্যবহারে দক্ষতা অর্জন এবং সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।
আমি বিশ্বাস করি, শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সমাজের সকলের সমন্বিত প্রচেষ্টা এবং আন্তরিক সহযোগিতার মাধ্যমে ঢাপরকাঠী দুধল কোচনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় আগামীতেও সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখবে ও নতুন নতুন উচ্চতায় পৌঁছাবে।
সবাইকে ধন্যবাদ ও শুভকামনা।
--- মোঃ হাসিবুল হাসান
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত), ঢাপরকাঠী দুধল কোচনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়